Monday, March 14, 2016

Ice Factory producing Ice cream with harmful color at port city !






Mobile court of chittagong districts administration, lead by Magistrate Ruhul Amin shutdown a Ice factory to illigally production ice cream by mixing cloth color.

চট্টগ্রাম: জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত  চান্দগাও থানাধীন বহদ্দার হাট বাড়ৈপাড়া এলাকার ডলফিন আইস বার  কারখানা বন্ধ করে দিয়েছে। সোমবার এ অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো এটা বরফ কোম্পানী ।তারা বিভিন্ন ধরনের ক্ষতিকর  রঙ দিয়ে ক্ষতিকর আইসক্রীম বানিয়ে বাজারে বিক্রি করছিল। হাজার হাজার ছেলে মেয়ে পথে ঘাটে গরমে  পানির পরিবর্তে তাদের আইসক্রিম খায়।  
আদালত জানায়, রঙের বিষয়ে জিজ্ঞাসাবাদে কর্মচারীরা জানান, খোলা বাজার থেকে কিনে আনেন তারা।
কারখানায় চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ঘনচিনি( মালিকের ভাষায় কেমিক্যাল) এবং স্যাকারিন।
# বি এস টি আই এর কোন সনদ নাই।এমনকি বরফ বানানোর লাইসেন্স আছে বলে কর্মচারীরা দাবী করলেও কোন লাইসেন্স দেখাতে পারেননি।
# জিজ্ঞাসাবাদে কর্মচারীরা জানান  যে,  সিটি কর্পোরেশন থেকে বরফ বানানোর লাইসেন্স নিয়েছেন।বরফ বানানোর লাইসেন্সে কি আইসক্রীম বানানো যায়? প্রশ্ন করলে ম্যানেজার জানান,এই সব আইসক্রীমের জন্য বি এস টি আই লাইসেন্স দেয় না,কারন এগুলো কম দামের জিনিস।
# বরফ বানানোর জন্য মৎস্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হয় এই প্রশ্নের জবাবে কর্মচারীরা জানান যে, তিনি জানতেন না।

No comments:

Post a Comment