Monday, March 21, 2016

Wong Treatment : Again kills Mother and Child at Dhaka hospital

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মা ফাতেমা আক্তার কনা (২৬) ও তার গর্ভজাত শিশু কন্যার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতের দিকে এ ঘটনা ঘটে।


ফাতেমার মামা শাজাহান সাজু জানান, কনা স্বামী তারেক রহমানের সঙ্গে যাত্রীবাড়ীর ধলপুরে থাকেন। কনা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ করে রোববার বিকেলে পেটে ব্যথা অনুভূত হওয়ায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকরা জানান, ফাতেমাকে সিজার করতে হবে। এ জন্য রক্তের প্রয়োজন। রাত ৮টার দিকে ফাতেমাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসকরা জানান, তার মৃত কন্যা সন্তান হয়েছে। তার কিছুক্ষণ পরেই ফাতেমারও মৃত্যুর কথা জানান চিকিৎসকরা।

মুগদা থানার ওসি এনামুল হক জানান, ভুল চিকিৎসায় কনার মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা  মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment